রহমত ডেস্ক 24 May, 2022 10:24 PM
রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় খালের পাশে ঢাকনা খোলা একটি ড্রাম থেকে একজন পুরুষের খণ্ডিত ঝলসানো মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে খালের পাশের সড়কে হাঁটতে গিয়ে পথচারীদের চোখে পড়ে ড্রামটি। কাছে গিয়ে উঁকি দিয়ে দেখেন- একজন মানুষের পা উপরের দিকে। এরপরই একজন জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। পুলিশ গিয়ে খণ্ডিত ও কেমিকেলে ঝলসানো বিকৃত মরদেহটি উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোমবার রাতে হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ গুমের উদ্দেশে ড্রামের মধ্যে এসিড দিয়ে ঝলসানো হয়েছে। চেনার উপায় নেই। ঝলসানোর কারণে ফিঙ্গার প্রিন্টও নেওয়া সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা যাত্রাবাড়ী