রহমত ডেস্ক 08 May, 2022 11:15 AM
ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরায় ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। রোববার সকালে ট্রেনটি নরসিংদীর রায়পুরা এলাকার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়।