| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন গাজীপুরা মাখযানুল উলুমের ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম চলছে


গাজীপুরা মাখযানুল উলুমের ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম চলছে


ফয়জুল্লাহ আল হাবীব     08 May, 2022     10:51 AM    


আলেম লেখক মুফতী নূরুল্লাহ মিসবাহ পরিচালিত গাজীপুরা জামি'আ ইমদাদিয়া মাখযানুল উলুম মাদরাসায় (সাতাইশ, গাজীপুরা, টঙ্গী, গাজীপুর) ১৪৪৩/৪৪হিঃ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোটা পূরণ হওয়া সাপেক্ষে ইফতা, কিতাব বিভাগ (হেদায়াতুন নাহু পর্যন্ত), হিফযুল কুরআন বিভাগ, নাযেরা ও নুরানী মক্তব বিভাগে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাদরাসা কতৃপক্ষ।

ভর্তির নিয়মাবলী:
১. ভর্তির সময় ছাত্রের সাথে অভিভাবক উপস্থিত থাকতে হবে।
২. ভর্তি ফরম সংগ্রহ করে তা শুদ্ধভাবে পরিপূর্ণরূপে পূরণ করতে হবে। কোনাে ধরনের কালার কলম বা ফুইট ব্যবহার করা যাবেনা।
৩. দুই কপি পাসপাের্ট সাইজের ছবি, অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি এবং অভিভাবকের আইডির ফটোকপি জমা দিতে হবে।
৪. ইফতা বিভাগে ভর্তির জন্য দাওরা হাদীসে মুমতায অথবা জায়্যিদ জিদ্দান বিভাগে উত্তীর্ণ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (পরীক্ষার বিষয়: হেদায়া ৩য়, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ)।

ভর্তি ফি (সকল বিভাগ)
ফরম : ১০০/-টাকা।
ভর্তি : ২২০০/-টাকা।
পাঠাগার ফি : ১০০/-টাকা (বাৎসরিক)।

মাসিক খরচ (সকল বিভাগ)
আবাসন ও আনুষাঙ্গিক : ১০০০/-টাকা।
খাবার (তিন বেলা) : ২০০০/-টাকা।
মোট : ৩০০০/-টাকা।
(অসচ্ছলদের জন্য আলোচনা সাপেক্ষে খরচ নির্ধারণ করা হবে)। যোগাযোগ: ০১৭৩৬-৯০৭০১৭, ০১৯৯৯৮০৬৫৭৬।