রহমত ডেস্ক 04 May, 2022 11:55 AM
ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকার সামনে এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে আরিচার দিকে সেলফি পরিবহনের একটি বাস যাচ্ছিল। তারা ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের চালক গুরুতর আহত হন। অন্যদিকে বাসের কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
এদিকে গতকাল ঈদের দিন বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় সিয়াম (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।