| |
               

মূল পাতা জাতীয় গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১০ ধাপ পেছাল


গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১০ ধাপ পেছাল


রহমত ডেস্ক     04 May, 2022     12:42 PM    


মাত্র এক বছরে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পেছাল বাংলাদেশ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ চলতি বছরের এ সূচক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩ মে) সূচকটি প্রকাশিত হয়। ২০০২ সাল থেকে আরএসএফ গণমাধ্যমের স্বাধীনতা সূচক প্রকাশ করে আসছে। গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, সেই ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়।

আরএসএফের প্রতিবেদন বলছে, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম (স্কোর ৩৬ দশমিক ৬৩)। সূচকের চূড়ায় রয়েছে নরওয়ে। চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং তিনজন কারাবন্দি রয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতার মাপকাঠিতে আগের বছর অর্থাৎ ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম (স্কোর ৫০ দশমিক ২৯)। এরও আগের বছর অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। অর্থাৎ গত দুটি সূচকেও বাংলাদেশের অবস্থান পিছিয়েছিল। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। তবে মিয়ানমার বাংলাদেশেরও নিচে। বাংলাদেশের উপরে থাকা আশপাশের দেশগুলোর মধ্যে রয়েছে ভারত (১৫০), পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৪৬), আফগানিস্তান (১৫৬), নেপাল (৭৬), মালদ্বীপ (৮৭), ভুটান (৩৩)। মিয়ানমারের অবস্থান ১৪০ থেকে পিছিয়ে ১৭৬ দাঁড়িয়েছে।