| |
               

মূল পাতা সারাদেশ ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেলো দুইজনের


ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেলো দুইজনের


রহমত ডেস্ক     30 April, 2022     02:30 PM    


বোনাপাড়া-খুলনা রেললাইনের আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে নারী ও পুরুষ নিহত হয়েছেন। 

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এই দুই ঘটনা ঘটে। নিহত হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের ইব্রাহিমের মেয়ে সাহারা বেগম (২২) ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভরুয়া গ্রামের আয়েজ উদ্দিনেরে ছেলে আব্দুর রহমান (৬৭)। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে থানা পুলিশ।

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, শুক্রবার সন্ধ্যায় সাহারা বেগম সান্তাহার রেলওয়ে থানার হুগোল বাড়িয়া সার গুদামের সামনে রেললাইনে ট্রেনে কাটা পড়েন। একই দিন আব্দুর রহমান নামে এক বৃদ্ধ সান্তাহার স্টেশনের পোঁওতা রেলগেটের দক্ষিণে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ দুই দুর্ঘটনায় রেলওয়ে থানায় দুটি ইউডি মামলা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী বগুড়া আদমদিঘি