রহমত ডেস্ক 30 April, 2022 02:00 PM
'বিএনপির ঘরে ইঁদুর আছে' মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, ‘বিএনপির ঘরের ভেতরেই ইঁদুর রয়েছে। ঘরের ভেতর ইঁদুর রেখে ঐক্য করে লাভ নেই। বিএনপির ঘরে ভেতর জামায়াত আছে, স্বাধীনতা বিরোধী আছে। তাদের ঘরে ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী, এতিমের টাকা আত্মসাৎকারী নেতা আছে, অর্থ পাচারকারী আছে, সাজাপ্রাপ্ত আসামি আছে।’
শনিবার (৩০ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়ায় ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী শামীম আরও বলেন, ‘বিএনপির একেক নেতা একেক কথা বলে। এক নেতা আরেক নেতাকে সন্দেহ করে। এক নেতা আরেক নেতাকে সরকারের এজেন্ট বলে।’
শামীম বলেন, ‘বিএনপিতে দলের শীর্ষ নেতারাই নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। তাঁরা খালেদা জিয়ার মুক্তির জন্য একটা মিছিলই করতে পারেননি। ১৩ বছর ধরে কত বারই আন্দোলনের কথা বলেছেন, এক বারও করতে পারে নাই। তারা আবার জাতীয় ঐক্যের ডাক দেয়।’
‘বিএনপি বোকার স্বর্গে বাস করছে’ উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী শামীম বলেন, ‘তাদের কথা এ দেশের জনগণ আর ভাবে না। দুর্নীতিবাজ বিএনপি ও তাদের দলের নেতাদের নিয়ে ভাবার সময় এ দেশের জনগণের নেই। তাঁদের জাতীয় ঐক্যের ডাক জনগণের কাছে হাস্যরসের সৃষ্টি করেছে।’