| |
               

মূল পাতা সারাদেশ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পথচারী নিহত


যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, পথচারী নিহত


রহমত ডেস্ক     27 April, 2022     12:19 PM    


চট্টগ্রামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়ে পাশের খাদে উল্টে গেছে। এতে বাসটির ৩৫ যাত্রী রক্ষা পেলেও মারা গেছেন এক পথচারী। নিহত ব্যক্তির নাম মো. ফোরকার (৬০)।

বুধবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরে বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি থানার এসআই মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ইউনাইটেড ট্রাভেলসের একটি বাস। বাসটি নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। পরে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক পোলে ধাক্কা খেয়ে বাসটি পাহাড়ি খাদে উল্টে যায়। এ সময় একজন পথচারী নিহত হয়েছেন। তবে ৩৫ বাসযাত্রী প্রাণে বেঁচে গেছেন।

এসআই মফিজ উদ্দিন জানান, এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে এই ঘটনায় এক পথচারী মারা গেছেন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম কর্ণফুলী