রহমত ডেস্ক 27 April, 2022 12:36 PM
সাতক্ষীরার তালা উপজেলায় কলেজছাত্রকে বিবস্ত্র ও ন্যাড়া করে দৈহিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগনেতা সৈয়দ আকিবুর রহমানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সৈয়দ আকিবুর তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গত সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সৈয়দ আকিবুর রহমানকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগ কেন্দ্রে সুপারিশও পাঠানো হয়েছে।
এদিকে, কলেজছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর থেকে হুমকির মুখে রয়েছে ওই ছাত্র ও তাঁর পরিবার। অভিযুক্ত ছাত্রলীগনেতা সৈয়দ আকিব ও তার অনুসারীরা হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে নির্যাতনের শিকার কলেজছাত্রের বাবা ও মা জানান, তাঁদের ছেলের কাছে তিন লাখ টাকার বেশি মূল্যের একটি মোটরসাইকেল ছিল। ওই মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে নির্যাতন করা হয়েছে। এমনকি, হত্যারও চেষ্টা চালানো হয়।
ভুক্তভোগীর মা-বাবা আরও বলেন, ‘আমরা ছেলেটিকে নিয়ে আতঙ্কের মধ্যে আছি। ছেলেটি মানসিকভাবে এতই বিধ্বস্ত হয়ে পড়েছে যে, যেকোনো অঘটনের আশঙ্কায় আমাদের সতর্ক থাকতে হচ্ছে। এর মধ্যেই আছে হুমকি-ধমকি।’
জানতে চাইলে তালা থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামি সৈয়দ আকিব, শ্রমিকলীগনেতা সৌমিত্র চক্রবর্তী, নাহিদ হাসান উৎস্য, জয় ও সজীবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গত রোববার দুপুর ১টায় ওই কলেজছাত্রের বন্ধু তাঁকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তালা সরকারি কলেজ হোস্টেলের একটি কক্ষে নিয়ে তাঁর ওপর নির্যাতন চালায় সৈয়দ আকিব, সৌমিত্র চক্রবর্তীসহ পাঁচজন।