রহমত ডেস্ক 30 March, 2022 09:06 AM
চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন দিয়ে আড়াই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে পিতা ইখলাছ উদ্দিনের বিরুদ্ধে। শিশুটির নাম ইকবাল হোসেন। বুধবার (৩০ মার্চ) পৌর এলাকার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ইখলাছ উদ্দিনকে আটক করেছে পুলিশ। ইখলাছ উদ্দিন মাঝেরপাড়ার পলাশ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
শিশুর মা মিতা খাতুন বলেন, তিনি ইখলাছের দ্বিতীয় স্ত্রী। আড়াই মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকেই স্বামী ইখলাছ তাকে সন্দেহ করে এবং শিশুসন্তানটি তার নয় বলে দাবী করে আসছিলো। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে শিশুটি তার পিতা ইখলাছের কোলে ছিল। হঠাৎ কেঁদে উঠলে কাছে গিয়ে দেখতে পান শিশুটির বাম পা দিয়ে রক্ত ঝরছে।
তিনি অভিযোগ করেন, তার স্বামী পরিকল্পিতভাবে শিশুটিকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানান, বিষয়টি জানার পর শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় রাজশাহী নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর