মূল পাতা আন্তর্জাতিক ভারতে নার্সকে গণধর্ষণ, ৪ সাঁতারু গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক 30 March, 2022 08:52 AM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে জাতীয় স্তরের চার সাঁতারুর গ্রেফতার হয়েছেন। নির্যাতিতা সেই তরুণী পেশায় একজন নার্স। পশ্চিমবঙ্গ থেকে গিয়ে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। সেখানেই তিনি নির্যাতনের শিকার হন।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ চার অভিযুক্তকে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের নাম রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, একটি ডেটিং অ্যাপে রজতের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। তারপর তারা দেখা করেন। রজত তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তার ফ্ল্যাটে আরও তিন বন্ধু থাকে বলেও জানান। এরপর তরুণী রজতের সঙ্গে তার ফ্ল্যাটে গেলে পালা করে চার বন্ধু তাকে ধর্ষণ করে। ঘটনাটি গত ২৪ মার্চ ঘটে। ঘটনার পরদিন কোনোক্রমে নির্যাতিতা তার এক বন্ধুকে ফোন করলে সে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপর সেদিন সঞ্জয়নগর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বলে জানতে পেরে চারজনেই পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে।