| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রমজানকে সামনে রেখে কাবার গিলাফের সৌন্দর্য বর্ধন


রমজানকে সামনে রেখে কাবার গিলাফের সৌন্দর্য বর্ধন


মুসলিম বিশ্ব ডেস্ক     28 March, 2022     11:16 PM    


আসন্ন রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে পবিত্র কাবার কিসওয়ার (গিলাফ) সৌন্দর্য বর্ধন সম্পন্ন হয়েছে। গিলাফ মেরামত ও সৌন্দর্য বর্ধন তত্ত্ববধান করে হারামাইন শরিফাইন পরিচালনা পরিষদ কর্তৃপক্ষ। 

সোমবার (২৮ মার্চ) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়। 

রমজান উপলক্ষে কাবার গিলাফের কাপড় একদিক থেকে ঢিলাঢেলা ও অন্যদিক থেকে টাইট করার মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এছাড়া শাতারওয়ানে সোনার আংটির নিচে মসৃন কালো কাপড় স্থাপন করা হয়। একইসাথে কালো পাথর ও রুকনে ইয়ামেনির ফ্রেম পরিবর্তন করা হয়।

কাবার গিলাফ রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগের পরিচালক ফাহাদ বিন হাদিদ আল জাবেরি জানান, পবিত্র কাবাঘরের গিলাফ রক্ষণাবেক্ষণের কাজ নির্দিষ্ট সময়ে পুরো বছর চলতে থাকে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তারা সুচারুভাবে একাজ করে থাকেন।

সূত্র : আরআরাবিয়া