| |
               

মূল পাতা সারাদেশ শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু


শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু


রহমত ডেস্ক     17 March, 2022     09:11 AM    


নড়াইলের লোহাগড়ায় মুরগীর ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছ। তার নাম কাজল শিকদার (৫০)। 

বুধবার ( ১৬ মার্চ) বিকালে লোহাগড়া পৌরসভার ছাতরা গ্রামের রাজিব মোল্লার মুরগীর ফার্মে শিয়াল মারার জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত কাজল পার্শ্ববর্তী নারানদিয়া গ্রামের হরেন্দ্রনাথ শিকদারের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাতরা গ্রামের রাজিব মোল্লার মুরগীর ফার্মে শিয়ালের উপদ্রব ঠেকাতে ওই ফার্মের চারপাশে বৈদ্যুতিক তার জড়িয়ে রাখে। বুধবার বিকালে কাজল সেখানে কাঠ মিস্ত্রি হিসাবে কাজ করতে যায়। এ সময় সে ওই ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাজলের চাচাতো ভাই গণেশ শিকদার লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, কাজলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা নড়াইল লোহাগড়া