মূল পাতা আন্তর্জাতিক জাপানে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক 17 March, 2022 09:06 AM
জাপানের উত্তরপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ দশমিক ৩ মাত্রার ছিলো এ ভূমিকম্প। এ ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এনডিটিভির।
জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশটির ফুকুশিমা অঞ্চলে মাটির প্রায় ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির বিদ্যুৎ বিভাগ টিইপিসিও জানায়, এ ঘটনায় রাজধানী টোকিওর ৭ লাখসহ প্রায় ২ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়াও, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ২০১১ সালের ১১ই মার্চ ৯ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয় বিদ্যুৎকেন্দ্রটি।
সূত্র : এনডিটিভি