| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে লিভ টুগেদার করা ১৩৫০ যুগলকে গণবিয়ে


ভারতে লিভ টুগেদার করা ১৩৫০ যুগলকে গণবিয়ে


আন্তর্জাতিক ডেস্ক     07 March, 2022     01:00 PM    


ভারতের ঝাড়খণ্ড রাজ্যে লিভ-ইন রিলেশনশিপে থাকা প্রায় এক হাজার ৩৫০ যুগলের এক সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় এনজিও সংস্থার উদ্যোগে একটি স্টেডিয়ামে এই গণবিবাহের আয়োজন করা হয়।

জানা গেছে, বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে রীতিনীতি মেনেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গ্রামীণ বিকাশ বিভাগের সচিব এন এন সিনহা। 

এন এন সিনহা জানান, অনেকেই অর্থনৈতিক বা অন্যান্য সমস্যার জন্য বিয়ে করতে পারেন না। আর সেই কারণে বিয়ে ছাড়াই তারা একসঙ্গে থাকে। শুধু তাই নয়, দাম্পত্য সম্পর্ক ছাড়া তাঁরা সমাজেও স্বীকৃতি পায়না। এ জন্য এ আয়োজন।

জেলাশাসক শশী রঞ্জন জানান, নবদম্পতিদের কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি তাদের বিবাহের রেজিস্ট্রেশনও সুরক্ষিত করাসহ ভবিষ্যতে তাদের রেজিস্ট্রেশানের সার্টিফিকেটও দেওয়া হবে।

সূত্র: আজ তাক।