| |
               

মূল পাতা সারাদেশ বিয়েবাড়িতে নাচানাচিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


বিয়েবাড়িতে নাচানাচিকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


রহমত ডেস্ক     07 March, 2022     12:49 PM    


কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন মেথরপট্টিতে বিয়েবাড়ির অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে কনেপক্ষের প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রাহুল বাস্ফর (১৮)। তিনি গাইবান্ধা জেলার কাচারীবাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে।

সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশন সংলগ্ন মেথরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাতে গাইবান্ধা থেকে কনেপক্ষের শতাধিক লোকজন আসে বিয়েবাড়িতে। রাতভর নানা অনুষ্ঠানিকতার পর সকালে কনের বিদায়কালে নাচানাচিকে কেন্দ্র করে কনেপক্ষের এক প্রতিবেশীর সঙ্গে বরপক্ষের রাহুল বাস্ফরের সংঘর্ষ হয়। এ সময় কনেপক্ষের এক প্রতিবেশীর ছুরিকাঘাতে বরপক্ষের রাহুল বাস্ফরের মৃত্যু হয়।

লালমনিরহাট থেকে আসা বরপক্ষের বিজয় (৫০) ও রাজিন (৩৫) জানান, রাতভর স্টেজে গান ও নাচ চলছিল। আমরা কয়েকজন স্টেজের প্যান্ডেলে ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে দেখি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। তবে সম্ভবত নাচানাচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম পরিচয় বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর