| |
               

মূল পাতা আন্তর্জাতিক 'পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে'


ইউক্রেন যুদ্ধ

'পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে'


আন্তর্জাতিক ডেস্ক     05 March, 2022     07:48 AM    


বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ লাগিয়ে রাখতে চায়। এ কারণে তারা এই যুদ্ধে রাশিয়া ও বেলারুশকে জড়িয়ে দিতে চাইছে।

শুক্রবার (০৪ মার্চ) এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমাদের আদৌ শান্তির কোনো প্রয়োজন নেই। বাইরে তারা সবাই ইউক্রেনের যুদ্ধ অবসানের বিষয়ে মুখ বন্ধ করে রয়েছে কিন্তু ভেতরে ভেতরে তাদের যুদ্ধ প্রয়োজন এবং যত বেশি যুদ্ধ হবে ততই তাদের ভালো। সেই অনুযায়ী এই যুদ্ধে তারা রাশিয়া ও বেলারুশকে জড়িয়ে দিতে চাইছে।

প্রেসিডেন্ট লুকাশেনকো সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যুদ্ধ অবসানের পদক্ষেপ নিতে দেবে না। পশ্চিমাদের বক্তব্য-বিবৃতিতে তিনি ফাঁকা বুলি উল্লেখ করে বলেন, “মিনস্ক এবং মস্কো পশ্চিমাদের বক্তৃতার কাছে আত্মসমর্পণ করবে না।”

বেলারুশ হচ্ছে রাশিয়ার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে মস্কোর সাথে এই দেশটির সুসম্পর্ক রয়েছে। ইউক্রেনের চলমান ঘটনাবলীকে কেন্দ্র করে বেলারুশ সরকার রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

-পার্সটুডে