রহমত ডেস্ক 05 February, 2022 12:04 PM
অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহনের সময় রাজধানীর কমলাপুর এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৩ জন হলেন, মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তাদের গ্রেপ্তার করে। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল পৌনে ৪টায় শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী জোনাল টিম। এ সময় গাঁজা বহনকারী অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলায় দায়ের করা হয়েছে।
তিনি বলেন, কুমিল্লা থেকে কাপড়ের বান্ডেল আকারে তারা গাঁজা নিয়ে এসেছিলেন তারা। ধারণা করা হচ্ছে, এগুলো ভারত থেকে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৩ জন জানিয়েছেন, তারা জানতেন না কাপড়ে মোড়ানো বান্ডেলে কী ছিল।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা শাহজাহানপুর