| |
               

মূল পাতা অর্থনীতি বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক


বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক


রহমত ডেস্ক     05 February, 2022     11:57 AM    


তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে আগ্রহী। তবে এ জন্য বিদেশি বিনিয়োগ আরও সহজ করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিয়েছে তুরস্ক।

ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মোস্তাফা ওসমান তুরান কাজ শুরু করেন ২০২০ এর জানুয়ারিতে। তখন দু’দেশের ব্যবসা বাণিজ্য ছিল মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের। এখন তা বিলিয়ন ছাড়িয়েছে, পরিমাণ ১ দশমিক দুই বিলিয়ন ডলার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তুরস্ক।

মোস্তাফা ওসমান তুরান বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ছেই। এরই মধ্যে এটি এক বিলিয়ন পার হয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়বে।

স্থানীয় উদ্যোক্তাদের তুলনায় বিদেশিদের সুযোগ কম দাবি করে রাষ্ট্রদূত বলছেন, বিনিয়োগ পদ্ধতি আরও সহজ করা দরকার। স্থানীয়দের সাথে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার ব্যবধান অনেক। এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এসব প্রক্রিয়া আরেকটু সহজ করা জরুরি।