রহমত ডেস্ক 26 January, 2022 05:25 PM
আজও দেশে ডেঙ্গুতে কেউ আক্রান্ত বা কারও মৃত্যু হয়নি। যদিও সারা দেশের হাসপাতালগুলোতে ছয়জন রোগী ভর্তি আছে। এর মধ্যে চারজন ঢাকায়। আজ (২৬ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চারজন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে দুজন। গত পয়লা জানুয়ারি থেকে আজ ২৬ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১২২ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১১৬ জন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৮ হাজার ৪২৯ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।