| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সৌদির প্রখ্যাত আলেম শায়খ সালেহ আল-লুহাইদান ইন্তিকাল করেছেন


সৌদির প্রখ্যাত আলেম শায়খ সালেহ আল-লুহাইদান ইন্তিকাল করেছেন


মুসলিম বিশ্ব ডেস্ক     05 January, 2022     01:49 PM    


সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের সদস্য এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান সামাহাতুশ শায়খ আল্লামা সালেহ আল-লুহাইদান ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বুধবার (০৫ জানুয়ারি) ফজরের নামাজের পূর্বে তিনি ইন্তিকাল করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন বলে জানা গেছে। 

শায়খ সালেহ আল-লুহাইদান সমকালীন আরববিশ্বের অন্যতম প্রবীণ আলেম। সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের প্রথম বৈঠক থেকে দীর্ঘ পঞ্চাশ বছর যাবত তিনি সদস্য ছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ছিলেন দীর্ঘ বিশ বছরেরও বেশি সময়। বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে সেখান থেকে অবসর নেন। ফিকহশাস্ত্রে পাণ্ডিত্য, নিজের আমল ও শরিয়তের বিধিনিষেধ পরিপালনে অবিচলতার জন্য তিনি প্রশিদ্ধ ছিলেন।

 শায়খ সালেহ আল-লুহাইদান ১৩৫০ হিজরী সনে ক্বাসীম জেলার অন্তর্গত বুকাইরাহ নামক শহরে সাবী‘ গোত্রের এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন।। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। 

সূত্র : আল আরাবিয়া