মূল পাতা মুসলিম বিশ্ব যে কারণে আয়া সোফিয়ায় বছরের প্রথম নামাজে উপচে পড়া ভিড়
মুসলিম বিশ্ব ডেস্ক 05 January, 2022 01:06 PM
তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে বছরের প্রথম ফজরের নামাজে উপচে পড়া ভিড়ের দৃশ্য দেখা গেছে। গত শনিবার (১ জানুয়ারি) আয়া সোফিয়া মসজিদে সপরিবারে উপস্থিত হয়ে ফজরের নামাজে অংশগ্রহণের মাধ্যমে নতুন বছর শুরু করেন তুর্কিবাসী।
জানা যায়, তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান ড. আলি ইরবাশ এক টুইট বার্তায় ফজর নামাজে উপস্থিত হয়ে নতুন বছর শুরু করার আহ্বান জানান। তিনি বছরের প্রথম দিনের ফজর নামাজে সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
তিনি টুইট বার্তায় লিখেন, ‘মসজিদে আমরা সবাই এক পরিবারের মতো। আমরা এক জাতি হয়ে নামাজ আদায় করব। ধর্ম বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে আগামীকাল ফজরের নামাজের অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।’
তিনি আরো লিখেন, ‘ভোরের নামাজ প্রকল্পের অংশ হিসেবে তা পুরো তুরস্কে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি আয়া সোফিয়ায় ফজর নামাজে উপস্থিত থাকব।’
এরপরই দেখা যায় আয়া সোফিয়ায় ফজরের নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড়। যে দৃশ্য স্বরণকালে বিরল।