মূল পাতা আন্তর্জাতিক আল-আকসায় ‘থাই সুন্দরী’র প্রবেশের পর যা ঘটল
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 04 December, 2021 07:06 PM
পবিত্র মসজিদ আল-আকসায় একজন থাই তরুণীর প্রবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ওই নারী থাইল্যান্ড থেকে ইসরাইলে এসেছেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে। অবৈধ ইহুদি দেশটিতে আসার পর ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনাদের কঠোর পাহারায় আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেন তিনি।
শনিবার (৪ ডিসেম্বর) আরব নিউজের খবরে বলা হয়, ইসরাইল সফরে এসে তিনি গোপনে গত রোববার মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসায় ‘ঘুরতে’ যান। ওই নারীর নাম এনচলি স্কট কেম্মিস।
পরে ওই নারীর মসজিদে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিরা এ ঘটনার নিন্দা জানিয়েছে। এ ঘটনায় ক্ষুদ্ধ ফিলিস্তিনিরা 'শেম অন হার, ‘ফ্রি প্যালেসটাইন' লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করছেন।
উল্লেখ্য, এবার ‘বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা’র ৭২তম আসর বসছে ইসরাইলে। দেশটির এইলাত শহরে আগামী ১২ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
/জেআর/