রহমতটোয়েন্টিফোর ডেস্ক 17 November, 2021 11:30 PM
ভারতে ধর্মের নামে মুসলিম শাসকরা কখনো নৃশংসতা করেনি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তিনি বলেন, ‘আমরা আকবরকে নিজেদের বলে মনে করি। তাই আমরা কখনো মহারানা প্রতাপের নাম দিয়ে আকবরের নামে থাকা রাস্তার নাম পরিবর্তনের কথা বলি না। ভারত এমন একটি দেশ যেখানে মুসলিমরা এসেছিল। কিন্তু ভারত মুসলিম দেশ হয়ে যায়নি। ধর্মের নামে মুসলিমরা কখনো নৃশংসতা করেনি।’
ভারতেই এই নেতা আরও বলেন, ‘আমরা আকবরকে নিজেদের বলে মনে করি। মোগলরা কখনো ধর্মের নামে নৃশংসতা করেনি।’
একইসঙ্গে পুরনো আদমশুমারি উদ্ধৃত করে মণিশঙ্কর জানান, ১৮৭২ সালে দেশে ৭২ শতাংশ হিন্দু ছিল, ২৪ শতাংশ ছিল মুসলিম। এখনো কম-বেশি এই শতাংশের হারই আছে। তাই মুসলিমদের ওপর জনসংখ্যা বৃদ্ধির অভিযোগ তোলা সম্পূর্ণ ভিত্তিহীন।
ভারতে মোগল শাসনের প্রশংসা করে কংগ্রেসের এই নেতা জানান, ব্রিটিশ ও মোগলদের মধ্যে বড় পার্থক্য হলো - মোগলরা এই দেশকে নিজেদের মনে করতো। বাবর তার ছেলে হুমায়ুনকে এক চিঠি লিখেছিলেন যেখানে তিনি এদেশের মানুষের ধর্মে হস্তক্ষেপ না করার কথা বলেছিলেন।
বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনরা মনে করে দেশের ৮০ শতাংশ মানুষই প্রকৃত ভারতীয়। আর বাকিরা অতিথি হিসাবে বসবাস করছেন।
/জেআর/