মূল পাতা মুসলিম বিশ্ব বিয়ের অনুষ্ঠানে গুলি করেছিল ভুয়া তালেবান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 31 October, 2021 02:17 AM
বিয়ের অনুষ্ঠানে তালেবান পরিচয়ে গুলি করা সেই বন্দুকধারীদের পরিচয় মিলেছে। জানা গেছে, ওই বন্দুকধারী কেউই তালেবান সদস্য নন। তারা তালেবান পরিচয় দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
রোববার (৩১ অক্টোবর) আফগানিস্তানে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ ঘটনায় তালেবান দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অপর বন্দুকধারীর সন্ধান চলছে।
এ বিষয়ে গতকাল শনিবার এক টুইট বার্তায় আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপর একজনের সন্ধান চলছে। ঘটনার সঙ্গে জড়িতরা তালেবান সদস্য নয়। তারা তালেবানের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়েছে।’
এ সময় তিনি জানান, শরিয়া আইনের অধীনে অপরাধীদের সোপর্দ করা হয়েছে। তাদের যথাযথ আইনে শাস্তি প্রদান করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার নানগারহার প্রদেশের সুরখরুদ জেলার শামসপুর মীরগুন্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গানবাজনা চলছিলো। এই সময় তিন বন্দুকধারী ওই অনুষ্ঠানে এসে নিজেদের তালেবান যোদ্ধা পরিচয় দিয়ে গান বন্ধ করতে বলে। পরে অনুষ্ঠানের আয়োজক ও অতিথিদের ওপর গুলি চালায় তারা। গুলিতে অন্তত তিনজন নিহত ও দশজন আহত হন।
/জেআর/