মূল পাতা মুসলিম বিশ্ব আবারও পেছালো আফগানিস্তানে সরকার গঠন
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 04 September, 2021 11:41 PM
আবারও পেছালো আফগানিস্তানে তালেবানের নতুন সরকার গঠন।
শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকার গঠন স্থগিতের কথা জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘নতুন আফগান সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে।’
সরকার গঠনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য তালেবান কর্তৃক গঠিত কমিটির সদস্য খলিল হাক্কানি বলেছেন, ‘কাবুলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি সর্বদলীয় সরকার গঠনের জন্য তালেবানের প্রস্তাবই প্রকৃতপক্ষে এই বিলম্বের কারণ।’
তিনি বলেছেন, ‘তালেবান একাই সরকার গঠন করতে পারে কিন্তু আমরা এমন একটি সরকার গঠন করতে চাচ্ছি যেখানে সমাজের সব জাতি, গোষ্ঠী ও অংশের সঠিক প্রতিনিধিত্ব থাকে। শুধু তালেবানের সরকার বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না।’
খলিল হাক্কানি বলেছেন, আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং জমিয়তে-ই-ইসলামীর প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার এবং সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ভাইও সরকারে থাকবেন। উল্লিখিত দুজনই তালেবানকে সমর্থন দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে প্রথমে শুক্রবার জুমার নামাজের পর তালেবান সরকার গঠনের ঘোষণা দেবে বলে জানানো হয়। এরপর দ্বিতীয় দফায় শনিবার সরকার গঠনের তারিখ পুনর্নিধারণ করা হয়। এবার সেটি আরও এক সপ্তাহ পেছানোর ঘোষণা দেওয়া হলো।
/জেআর/