রহমতটোয়েন্টিফোর ডেস্ক 03 September, 2021 01:17 AM
বগুড়ায় উজান থেকে আসা ঢলের পানিতে বন্দি ৬৫ হাজার মানুষ। যমুনা নদীতে পানি বৃদ্ধি এখনো অ্যবাহাত রয়েছে। বন্যার পানি নদীর তীরবর্তী চরাঞ্চলে প্রবেশ করায় সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার সবাই এখন পানিবন্দি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী ওই তিন উপজেলার ১৪ ইউনিয়নের ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ১৬ হাজার ৩২০ পরিবারের ৬৫ হাজার ৩৮০ মানুষকে। তলিয়ে গেছে ৩৪৭ হেক্টর জমির ফসল। ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। এদিকে দুর্গত এলাকায় ১৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, কাজলা, কর্ণিবাড়ি, বোহাইল, হাটশেরপুর, চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারণে কামালপুর ইউনিয়নের রৌহদহ থেকে ইছামারা পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন মাটিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করতে দেখা গেছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্গত এলাকায় ৭০ মেট্রিক চাল বিতরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করছেন।
/ডব্লিওএ/জেআর/
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী বগুড়া সারিয়াকান্দি