| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ছবির গল্প: তপ্ত বালুতে ঈদের নামাজ


ছবির গল্প: তপ্ত বালুতে ঈদের নামাজ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 July, 2021     05:47 AM    


আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের দেশ সুদান।  রাজধানীর নাম খার্তুম।  দেশটির উত্তরে মিসর, উত্তর-পূর্বে লোহিত সাগর, পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়া, দক্ষিণ-পূর্বে কেনিয়া ও উগান্ডা, দক্ষিণ-পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, পশ্চিমে চাদ এবং উত্তর-পশ্চিমে লিবিয়া অবস্থিত। এখানকার বেশির ভাগ ভূমি সমতল। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে পর্বতমালা। ঐতিহাসিক নিল নদের একটি অংশ সুদানের রাজধানী খার্তুমের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

৩১ কিংবা ৩৯ হিজরিতে খুলাফায়ে রাশিদার সোনালি যুগে ইসলামের পরশে ধন্য হয় সুদান, ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.)-এর আমলে। মিসরে নিযুক্ত মুসলিম শাসক প্রসিদ্ধ সাহাবি আমর ইবনুল আস (রা.)-ই সুদান শাসন করতেন। তখন থেকেই অনেক আরব মুসলিম পরিবার সুদানে বসতি স্থাপন শুরু করে। চলে দাওয়াত ও তাবলিগের তৎপরতা। ফলে একসময় পুরো অঞ্চলেই আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যাচ্ছে রাজধানী খার্তুমে বালুতে ঈদের নামাজ আদায় করছেন স্থানীয় মুসলিমরা।

/জেআর/