| |
               

মূল পাতা জীবনযাপন পা ঝিনঝিন কেন হয়?


পা ঝিনঝিন কেন হয়?


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     23 July, 2021     01:47 PM    


মাঝে মাঝে হাত-পা ঝিন ঝিন করে। এই অস্বস্তিকর অনুভূতিটির সাথে সবাই কমবেশি পরিচিত। এটি temporary paraesthesia নামে পরিচিত, তবে pins and needles ও বলা হয়। এর বেশ কিছু কারণ আছে।

শরীরে কোথাও যদি চাপ লেগে থাকে তখন এমন হয়। কারণ তখন রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হয়। চাপ সরে গেলে রক্ত সরবরাহ বেড়ে যায় এবং স্নায়ু মস্তিষ্কে সংকেত প্রেরণ করে। মস্তিষ্কে তখন এভাবে থেমে আসা সংকেত পিনপিনের মতো অনুভূতি জাগায়। তাই আমরা এমন অনুভব করি।

মোবাইল বা ল্যাপটপ অনেকক্ষণ ব্যবহারের ফলে কব্জির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ায় এমন হতে পারে।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শুগার বেড়ে গেলেও এমন হতে পারে।

কখনো কখনো ভিটামিনের অভাবজনিত কারণে এমন হয়।

এরকম হলে হাত-পা কয়েকবার ঝাড়া দিলে ঠিক হয়ে যাবে।কিন্তু এমনটা যদি ঘনঘন আর বেশি মাত্রায় হয় তখন সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে।
সূত্র : quora.com

/জেআর/