মূল পাতা মুসলিম বিশ্ব তালেবান দখল করল আরও দুই জেলা, হারাল ৩ জেলা
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 30 June, 2021 06:09 PM
তালেবানের হাতে আফগানিস্তানের আরও দুই জেলার পতন হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সরকারি বাহিনী তালেবানের দখল থেকে আরও তিনটি জেলা পুনরুদ্ধার করেছে। খবর পার্স টুডের।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনী তিনটি জেলা পুনরুদ্ধার করেছে এবং দু’টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে।
আফগান সেনাবাহিনী বল্খ প্রদেশের কালদার জেলা এবং ফারিয়াব প্রদেশের পাশতুন কুত ও খান চাহার বাগ জেলা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। অন্যদিকে তালেবানের হাতে লগার প্রদেশের বারাকি বারাক জেলা ও কান্দাহার প্রদেশের খাকরিজ জেলার পতন হয়েছে।
ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা কুন্দুজের অধিবাসী জারমিনা আফগানিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল ‘তোলো’কে বলেছেন, “সংঘর্ষের একপক্ষে রয়েছে তালেবান এবং অন্যপক্ষে সেনাবাহিনী। আমরা ঠিক জানি না কাদের কাছে আমরা আশ্রয় নেব। আমরা আশ্রয় ও খাবারের অভাবে ভুগছি।” কুন্দুজের সংসদ সদস্য নিলুফার জালালি বলেছেন, “কুন্দুজ শহরের ভেতরেই সংঘর্ষ চলছে। যদি এখনই কঠোর ব্যবস্থা নেয়া না হয় তাহলে অচিরেই তালেবানের হাতে এ শহরের পতন হবে।”
/জেআর/