| |
               

মূল পাতা করোনাভাইরাস পরিচয়পত্র দেখিয়ে লকডাউনে বের হতে পারবেন যারা


পরিচয়পত্র দেখিয়ে লকডাউনে বের হতে পারবেন যারা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     30 June, 2021     06:00 PM    


মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এমনকি রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

(বুধবার) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে এবারের লকডাউনে যারা চলাচল করতে পারবেন:
আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন- কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন।

/জেআর/