রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 June, 2021 12:49 PM
উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন নেতাদের বাদ দিয়ে নতুন ৩৩ সদস্যের কমিটি করা হয়েছে।
সোমবার (০৭ জুন) বেলা সাড়ে এগারোটায় খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলাম এ নতুন কমিটির ঘোষণা দেয়।
নতুন কমিটিতে আমির নির্বাচিত হয়েছে আগের আমির আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হয়েছেন আগের কমিটির মহাসচিব মাওলানা হাফেজ নূরুল ইসলাম (ঢাকা)।
এ ছাড়া নায়েবে আমির- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক (মােমেনশাহী), মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনা পীর), মাওলানা মুহিব্বুল হক (গাছবাড়ী, সিলেট), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরােজশাহ), মাওলানা মুফতি জসিমুদ্দীন (হাটহাজারী মাদরাসা)।
মহাসচিব- যুগ্ম মহাসচিব- মাওলানা সাজেদুর রহমান (বি-বাড়ীয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা লোকমান হাকিম (চট্টগ্রাম),মাওলানা আনোয়ারুল করীম (যশোর)। মাওলানা আইয়ুব বাবুনগরী।
সহকারী মহাসচিব- মাওলানা জহুরুল ইসলাম, (মাখজান), মাওলানা ইউসুফ মাদানী (আল্লামা আহমদ শফীর বড় ছেলে)।
সাংগঠনিক সম্পাদক- মাওলানা মীর ইদরিস (চট্টগ্রাম)।
অর্থ সম্পাদক- মাওলানা মুফতি মুহাম্মদ আলী মেখল। সহ-অর্থ সম্পাদক- মাওলানা মুফতি হাবীবুর রহমান কাসেমী (নাজিরহাট)।
প্রচার সম্পাদক- মাওলানা মুহিউদ্দীন রাব্বানী (সাভার, ঢাকা)। সহ-প্রচার সম্পাদক- মাওলানা জামাল উদ্দীন (কুড়িগ্রাম),
দাওয়াহ বিষয়ক সম্পাদক- মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, (উত্তরা ঢাকা)।
সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক- মাওলানা ওমর ফারুক (নোয়াখালী)।
সদস্য- মাওলানা মুবারক উল্লাহ (বি-বাড়ীয়া), মাওলানা ফয়জুল্লাহ (পীর সাহেব মাদানী নগর), মাওলানা ফোরকান উল্লাহ খলীল (দারুল মাআরিফ, চট্টগ্রাম), মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মাওলানা রশীদ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা মাহমুদুল আলম (পঞ্চগড়)।
কমিটি থেকে বাদ পড়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, নাসির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ নানা ইস্যুতে আলোচিত হেফাজত নেতারা।