মূল পাতা সোশ্যাল মিডিয়া মোবাইল নম্বর দিয়ে কীভাবে অবস্থান জানা যায়?
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 07 June, 2021 01:20 PM
মোবাইল নম্বর ব্যবহার করে কীভাবে মানুষের অবস্থান জানা যায়, এ নিয়ে অনেকের মধ্যেই ব্যাপক কৌতূহল রয়েছে। আসুন জেনে নিই, বিষয়টি কীভাবে ঘটানো হয়।
মোবাইল নম্বর দিয়ে অবস্থান জানার কৌশল বেশ কয়েকটি রয়েছে। তবে পুলিশ বা সরকারি প্রয়োজনে ব্যবহৃত হয় টাওয়ার ভিত্তিক সার্চ। এক্ষেত্রে তিনটি টাওয়ার দিয়ে উক্ত নম্বারের নির্ভুল অবস্থান জানা যায়।
আরেকটি জনপ্রিয় পদ্ধতি হল Geolocation API. এটির মাধ্যমে মোবাইল নম্বরের সঙ্গে ওয়াইফাই এর IP অ্যাড্রেস দিয়ে আরও নির্ভুল অবস্থান জানা যায়।
এ ছাড়া গুগলে সার্চ দিয়ে আরও বেশ কিছু সহজ পদ্ধতির মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে ব্যক্তির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পদ্ধতি জানা যায়।