| |
               

মূল পাতা উপমহাদেশ আয়াত বাতিলের রিট খারিজ, রিজভীর ৫০ হাজার রুপি জরিমানা


আয়াত বাতিলের রিট খারিজ, রিজভীর ৫০ হাজার রুপি জরিমানা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 April, 2021     08:59 PM    


শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভীর করা রিট খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এমন আবেদন করায় তাকে ৫০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। ওয়াসিম রিজভী কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে আদালতে আবেদন করেছিলেন। এরপর বিশ্বজুড়ে এ নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

সোমবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আবেদন খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের এই বেঞ্চে আরও ছিলেন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি হৃষিকেশ রায়।

তারা বলেন, ‘শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান কোরআনের আয়াত বাদ দেওয়ার যে আবেদন করেছেন তা একেবারে অযৌক্তিক। তার এমন আবেদনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। খবর মিল্লাত টাইমস উর্দূর।’

শুনানি শেষে বিচারকরা কোরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ করে দেন এবং আবেদনকারীকে ৫০ হাজার রুপি জরিমানা করেন।

প্রসঙ্গত, ভারতের সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভীর করা রিট নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়। শিয়া, সুন্নি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান। সে সময় ভারত সরকারকে ওয়াসিম রিজভীকে গ্রেফতার দাবি জানানো হয়।
-জেড