| |
               

মূল পাতা ইসলাম ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা : ওয়াক্ত ও তারাবির নামাজে সর্বোচ্চ ২০ জন


ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা : ওয়াক্ত ও তারাবির নামাজে সর্বোচ্চ ২০ জন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 April, 2021     08:33 PM    


করোনাভাইরাস প্রকট আকার ধারণ করায় ১৪-২১ এপ্রিল পর্যন্ত সরকারের সর্বাত্মক লকডাউন ঘোষণার পর এবার ধর্ম মন্ত্রণালয় নতুন নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ওয়াক্ত ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন। আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এটি মেনে চলতে হবে।

সোমবার (১২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে-
১. মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।

২.  তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন।

৩. জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশগ্রহণ করবেন। তবে জুমার নামাজের ক্ষেত্রে কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেয়নি ধর্ম মন্ত্রণালয়।

এর আগে, আজ দুপুরে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশের সব অফিস-আদালত, শপিংমল, দোকানপাট, হাটবাজার বন্ধ থাকবে। বন্ধ থাকবে সবধরনের পরিবহন চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তবে পোশাক কারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে।

-জেড