| |
               

মূল পাতা সোশ্যাল মিডিয়া সচেতনতা সৃষ্টিতে তৈরি ফিলিস্তিনি গেম ‘গার্ডিয়ান অব আল-আকসা’


সচেতনতা সৃষ্টিতে তৈরি ফিলিস্তিনি গেম ‘গার্ডিয়ান অব আল-আকসা’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 February, 2021     03:34 PM    


জেরুসালেমের আল-আকসা মসজিদকে ভিত্তি করে তৈরি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানটির গুরুত্ব ও স্থানটিতে ইসরাইলের সীমালঙ্ঘনের বিষয়ে সচেতনতার বিস্তারে একটি গেম তৈরি করা হয়েছে। এটির নাম ‘গার্ডিয়ান অব আল-আকসা’। ইতোমধ্যে গেমটির দ্বিতীয় সংস্করণ অনলাইনে ছাড়া হয়েছে।

আরব নিউজের খবরে গেমটি সম্পর্কে জানা গেছে, সম্পূর্ণ শিক্ষামূলক এই গেমটিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে পথ চলতে হয়ে গেমারকে। ইতিহাসভিত্তিক এই প্রশ্নগুলোর সঠিক উত্তরের ভিত্তিতে সামনে আগানোর সুযোগ পাওয়া যায়। সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে মসজিদের গেটে থাকা ইসরাইলি পুলিশের কাছ থেকে চাবি ছিনিয়ে নিতে পারে গেমার। আল-আকসা মসজিদের ইতিহাসের পাশাপাশি ১৯৬৭ সালের পর থেকে ইসরাইলি দখলদারিত্বে এর ঝুঁকি সম্পর্কে জানতে পারবে গেমাররা।

গেমটি ফিলিস্তিনি সামাজিক ও সাংস্কৃতিক এক কেন্দ্রের উদ্যোগে উদ্ভাবিত। এ ব্যাপারে সাংস্কৃতিক কেন্দ্রটির প্রধান মুনতাসের দাকাইদিক জানান, দুই বছর আগে অ্যাপল ও অ্যানড্রোয়েড উভয় প্ল্যাটফর্মের জন্য তৈরি গেমটির প্রথম সংস্করণ অনলাইনে ছাড়ার পর এটি দুই লাখ বারের মতো ডাউনলোড করা হয়।

তিনি আরও জানান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে গেমটির মোট ডাউনলোডের অর্ধেকের বেশিবার ডাউনলোড করা হয়।
-জেড