| |
               

মূল পাতা উপমহাদেশ মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ


মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 February, 2021     01:27 PM    


প্রতিবেশী দেশ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ইয়াঙ্গুনে শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত হাজারখানেক বিক্ষোভকারীকে অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের লাল পতাকা উড়িয়ে ‘সামরিক একনায়ক সরে দাঁড়াও’ বলে বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছেন।

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকেরা এমন খবর নিশ্চিত করেছেন।

খবরে জানা গেছে, সামরিক সরকারের ধরপাকড় অগ্রাহ্য করে এদিন তরুণেরা রাস্তায় বেরিয়ে পড়েন। ফেসবুকসহ সামাজিকমাধ্যম ও দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েও বিক্ষোভকারীদের দমিয়ে রাখা যায়নি। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে লোকজন বিক্ষোভ নিয়ে এগিয়ে যান। এ সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা তিন আঙুলের অভিবাদন প্রদর্শন করতে দেখা গেছে তাদের।

এদিকে ফেসবুকের পর টুইটার-ইনস্টাগ্রামও বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। ধারণা করা হচ্ছে, বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ করছে।
-জেড