| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুগান্তকারী পদক্ষেপ : ফিলিপাইনে ১ ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস ঘোষণা


যুগান্তকারী পদক্ষেপ : ফিলিপাইনে ১ ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস ঘোষণা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 February, 2021     11:48 AM    


হিজাবের প্রতি বিশ্ববাসীর মনোযোগ বাড়ছে দিনদিন। ফিলিপাইনে ১ ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশটির আইনসভা ১ ফেব্রুয়ারিকে দেশটির জাতীয় হিজাব দিবস ঘোষণার একটি প্রস্তাব পাস করেছে। মুসলমানদের ধর্মীয় আচার অনুশীলনের ‘গভীর উপলব্ধি’ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটিতে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সহনশীলতা তৈরির লক্ষ্য নিয়ে এই প্রস্তাবটি পাস করা হয়।

২৬ জানুয়ারি এক অধিবেশনে ফিলিপাইনের আইনসভার ২০৩ সদস্যের সকলেই এই প্রস্তাবটির পক্ষে ভোট দেন। প্রস্তাবটির উত্থাপক, আনাক মিন্দানাও পার্টির পক্ষ থেকে আইনসভার সদস্য আমিহিলদা সাঙ্গকোপান সমর্থনের জন্য সব সদস্যকেই ধন্যবাদ জানান।

আমিহিলদা সাঙ্গকোপান বলেন, ‘হিজাব পরা প্রত্যেক মুসলিম নারীর অধিকার। এটি সাধারণ কোনো কাপড় নয়, বরং এটি তাদের জীবনধারার অবিচ্ছেদ্য একটি অংশ। মুসলমানদের পবিত্র গ্রন্থেই এর বর্ণনা এসেছে। কুরআনে বলা হয়েছে, প্রত্যেক মুসলিম নারী যেন তাদের সৌন্দর্য ঢেকে শালীনভাবে চলে।’

সাঙ্গকোপান বলেন, ‘বিশ্বজুড়ে হিজাবি নারী বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। ফিলিপাইনের কিছু কিছু বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞাও দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছু ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলতে হিজাব ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ বা অধ্যয়ন ছেড়ে দিতে বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন। এটি ওই শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।’

উল্লেখ্য, ফিলিপাইনের মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা এবং দেশজুড়ে সহনশীলতা ও অন্য বিশ্বাস ও জীবনধারাকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রস্তাব আনা হয়েছে। ইতোমধ্যে দেশটির মুসলমানরা একে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।
-জেড