| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ভূপাতিত করল ইসরাইলি ড্রোন


ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ভূপাতিত করল ইসরাইলি ড্রোন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 February, 2021     11:24 AM    


বছরের পর বছর নিপীড়িত ফিলিস্তিনের ভূমি ও গণমানুষ। কিন্তু কখনও মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে কোনও আপোস করেনি দেশটি। আঘাতের জবাবে পাল্টা আঘাত হেনে জানিয়ে দিয়েছে তারা জমে যাবার পাত্র নন।

এবার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। জানা গেছে, গত রোববার ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্রগ্রহণ করছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়। প্যালেস্টাইন টুডে।

উল্লেখ্য, গত বছর ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ইসরাইলের দুটি ড্রোন ভূপাতিত করেছে। গত মাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুড়ে ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করে। গাজা উপত্যকা থেকে ইসরাইল ২০০৫ সালে সেনা প্রত্যাহার করে। এরপর ২০০৭ সালের সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় এলে তার পরপরই ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালায়।

ইসরাইল ইস্যুতে বরাবরই পক্ষপাতদুষ্ট আচরণ করে আসছে ইহুদীবাদী দেশটির দোসর সাম্রাজ্যবাদী আমেরিকা।
-জেড