| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনার টিকাদান : ঢাকায় শুরু ২৭ জানুয়ারি, সারা দেশে ৮ ফেব্রুয়ারি


করোনার টিকাদান : ঢাকায় শুরু ২৭ জানুয়ারি, সারা দেশে ৮ ফেব্রুয়ারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     23 January, 2021     02:24 PM    


মহামারী করোনাভাইরাসে টিকা এখন দেশে। আগামী ২৭ জানুয়ারি ঢাকায় এবং ৮ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার।

শনিবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তিনি বলেন, ‘ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল  হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।’

সচিব বলেন, ‘৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু হবে।’

এর আগে, গত বৃহস্পতিবার ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে আসে।
-জেড