| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের জ্বালানি, পানি ও খনিশিল্পে বিনিয়োগ করতে চায় রাশিয়ান বিনিয়োগকারীরা


আফগানিস্তানের জ্বালানি, পানি ও খনিশিল্পে বিনিয়োগ করতে চায় রাশিয়ান বিনিয়োগকারীরা


শেখ আশরাফুল ইসলাম     16 October, 2025     02:36 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্বালানি, পানি ও খনিশিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে এক বৈঠকে জ্বালানি, পানি ও খনিশিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তারা।

তেল অনুসন্ধান ও উত্তোলন, তামা ও ক্রোমাইট খনন, পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন এবং কারিগরি যন্ত্রপাতি তৈরির খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বিনিয়োগকারীরা।

তারা জানিয়েছেন, সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় সহজ করতে তারা কাবুলে একটি প্রতিনিধি কার্যালয় খুলতে চান।

আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামিদুল্লাহ ফিত্রাত জানান, উপ-প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক দপ্তরের পক্ষ থেকে রাশিয়ান কোম্পানিগুলোর বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানানো হয়েছে এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বিনিয়োগকারীরা জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা আফগানিস্তানের অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

বিশেষ করে বিনিয়োগকারীরা পানি স্থানান্তর, বাঁধ নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদনকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তারা পাঞ্জশির থেকে কাবুলে পানি সরবরাহ প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছেন এবং এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের মুখপাত্র মতিউল্লাহ আবিদ বলেন, “রাশিয়ান প্রতিনিধি দল পাঞ্জশির-কাবুল পানি সরবরাহ প্রকল্পকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রকল্পগুলোর একটি বলে উল্লেখ করেছে এবং এতে অংশগ্রহণের দৃঢ় আগ্রহ দেখিয়েছে।”

সূত্র : টোলো নিউজ