মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে সরাসরি হামলার হুমকি পাকিস্তানের
শেখ আশরাফুল ইসলাম 13 October, 2025 02:30 PM
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (ISPR) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে হুঁশিয়ারি করে জানিয়েছে, “আফগানিস্তানের ভেতর থেকে যদি আবারও কোনো সন্ত্রাসী হামলা হয়, তবে তারা সরাসরি আফগান ভূখণ্ডে প্রবেশ করে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালাবে।
রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (ISPR)।
বিবৃতিতে পাকিস্তান আইএসপিআর দাবি করেছে, তারা যেই হামলা চালিয়েছে, সেটা কেবল আত্মরক্ষার অংশ।
ইসলামাবাদ জানিয়েছে, “সংঘর্ষে সন্ত্রাসীসহ অনেকের মৃত্যু হয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূ্ত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তান এবার তাদের নীতিতে সামরিক পদক্ষেপের সঙ্গে প্রশাসনিক কঠোরতাও যুক্ত হচ্ছে।
মুসলিম বিশ্ব, আন্তর্জাতিক মহল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে সংযম দেখাতে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজার আহ্বান জানিয়েছে। তাদের মতে, পাল্টা হামলার এই ধারা চলতে থাকলে বৃহত্তর আঞ্চলিক সংঘাত ও মানবিক বিপর্যয় ঘটতে পারে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, “গত রাতের হামলা চালিয়ে আফগানরা বড় ভুল করেছে। তালেবানরা এতে টিকতে পারবে না। এখন আমরা এ সুযোগে তাদের সন্ত্রাসী অবকাঠামোতে সর্বোচ্চ ক্ষতি করতে পারব।”
তিনি আরও বলেন, “আমাদের কোনো বিকল্প নেই। আমরা এমন এক প্রতিরোধ গড়ে তুলব যাতে আফগান প্রশাসন বুঝতে পারে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় দেওয়ার মূল্য কী হতে পারে।”
ওই কর্মকর্তা স্পষ্ট করে জানান, “আমরা আমাদের শত্রুদের খুঁজে বের করব। কাবুল, খোস্ত বা কান্দাহার—যেখানেই লুকিয়ে থাকুক, আমরা তাদের খুঁজে বের করব।”
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন