| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগান সীমান্তে সংঘর্ষ : পাকিস্তানের ১২ সেনা নিহত, আটক ৬


আফগান সীমান্তে সংঘর্ষ : পাকিস্তানের ১২ সেনা নিহত, আটক ৬


রহমত নিউজ     12 October, 2025     10:55 AM    


পাকিস্তান ও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় রাতভর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশে পরিচালিত আফগান সেনাদের পাল্টা হামলায় অন্তত ১২ পাকিস্তানি সেনা নিহত এবং ৬ জন জীবিত আটক হয়েছেন বলে জানিয়েছে আজম কোরের অধীনস্থ ৭ম ফ্রন্টিয়ার কোর।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ হামলা চালায় আফগানিস্তান।

৭ম ফ্রন্টিয়ার কোর জানিয়েছে, হেলমান্দ প্রদেশের বাহরামচা জেলায় পাকিস্তানি সামরিক চৌকিগুলোর ওপর আফগান বাহিনী হামলা চালায়। ওই হামলায় ১২ পাকিস্তানি সেনা নিহত হয়। 

একই সাথে ৬ জন পাক সেনাকে আটকের কথাও জানিয়েছে ৭ম ফ্রন্টিয়ার কোর।

উল্লেখ্য;  “আজম কোরের ৭ম ফ্রন্টিয়ার কোর” হলো আজম কোরের অধীন একটি পারামিলিটারি ইউনিট, যা মূলত সীমান্ত নিরাপত্তা ও সামরিক অভিযানে দায়িত্ব পালন করে।

 

সূত্র: হুরিয়াত রেডিও