| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব স্বীকৃতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল আফগান;  কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত


স্বীকৃতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল আফগান;  কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত


রহমত নিউজ     11 October, 2025     12:38 PM    


তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কাবুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এর মধ্য দিয়ে বৈশ্বিক স্বীকৃতির জন্য আফগান সরকারেরর রাস্তা আরও প্রশস্ত হলো।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাত দিনের সফরে ভারত পৌঁছান আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর এটি কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম নয়াদিল্লি সফর।

শুক্রবার (১০ অক্টোবর) জয়শঙ্কর ও মুত্তাকির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। এ সময় জয়শঙ্কর কাবুলে ভারতের কূটনৈতিক মিশন পুনরায় চালুর ঘোষণা দেন।

জয়শঙ্কর বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা করছি।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর অন্যান্য অনেক দেশের মতো ভারতও কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে ও দূতাবাস বন্ধ করে দেয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে নয়াদিল্লি সতর্কভাবে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছে।

চলতি বছরের জানুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মুত্তাকি ও ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রি ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য বাড়ানোর বিষয়ে একমত হন। এরপর মে মাসে জয়শঙ্কর ও মুত্তাকি সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।