মূল পাতা আন্তর্জাতিক উত্তর প্রদেশে এক মুসলিম যুবককে দড়ি দিয়ে বেঁধে পশুর মতো মারধর
শেখ আশরাফুল ইসলাম 25 September, 2025 01:54 PM
সাম্প্রতিক সময়ে একের পর এক গণপিটুনির ঘটনার মধ্যে এবার আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কুশীনগর জেলার কুবেরা ভূআল পাট্টি গ্রামে। সেখানে গাড়ি পার্কিংয়ের ঝামেলাকে কেন্দ্র করে এক মুসলিম যুবককে দড়ি দিয়ে বেঁধে নৃশংসভাবে মারধর করা হয়েছে। গ্রামটি বিশনুপুরা থানার আওতাভুক্ত।
জানা গেছে, রিতেশ নামের এক ব্যক্তি আজহারুদ্দিনকে তার পিকআপ ভ্যান রাস্তা থেকে সরাতে বলেন। এসময় দুজনের মধ্যে ঝগড়া বাধে। রিতেশ নাকি আজহারুদ্দিনের সঙ্গে খারাপ ব্যবহার করলে উত্তেজিত হয়ে আজহারুদ্দিন ছুরি মেরে দেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মুসলিম মিররের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এরপরই রিতেশের আত্মীয়-স্বজন ও বন্ধুরা আজহারুদ্দিনকে ঘিরে ফেলে দড়ি দিয়ে বেঁধে অমানবিকভাবে মারধর শুরু করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিতেশের মা বারবার ভিড়কে থামাতে অনুরোধ করলেও কেউ শোনেনি। তবে কিছু লোক তাকে বাঁচানোর চেষ্টা করেছিল।
গ্রামবাসীরা এই হামলাকে ভয়াবহ ও অমানবিক আখ্যা দিয়ে আজহারুদ্দিনের ন্যায়বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, ভিন্ন ধর্মীয় দুই পক্ষের কারণে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে।
বিশনুপুরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তা রাজীব সিং বলেন, “আমরা তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে আজহারুদ্দিনের পরিবার এখনো ধাক্কা সামলাতে পারছে না। স্থানীয় মুসলিম সংগঠন ও অধিকারকর্মীরা ভুক্তভোগীর পাশে দাঁড়িয়ে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।
জামিয়াত উলায়ে হিন্দ ঘটনাটির নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে। সংগঠনের এক মুখপাত্র বলেছেন, “পুলিশকে এখনই ব্যবস্থা নিতে হবে এবং আইনের চোখে সবাই সমান এটা নিশ্চিত করতে হবে। নাহলে এমন ঘটনায় দুষ্টচক্ররা আরও উৎসাহ পাবে।”
সূত্র : মুসলিম মিরর