| |
               

মূল পাতা জাতীয় কলকাতার খুচরা বাজারে কেজি প্রতি ইলিশের দাম ১৭০০ টাকা; ঢাকায় ২ হাজার


কলকাতার খুচরা বাজারে কেজি প্রতি ইলিশের দাম ১৭০০ টাকা; ঢাকায় ২ হাজার


রহমত নিউজ     19 September, 2025     02:10 PM    


দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। ফলে এখন থেকে কলকাতার মানুষজন খেতে পারছে বাংলাদেশের পদ্মার ইলিশ। সেখানকার বাজারে খুচরা প্রতি  কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা দরে। অথচ ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ইলিশের দাম দুই হাজার টাকা থেকে পঁচিশশত টাকা করে।

বলা যায়, মধ্যবিত্তদের নাগালের বাহিরে চলে গেছে জাতীয় এই মাছ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বনগাঁ সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতে যায় ৫০ মেট্রিক টন ইলিশ; পরে আরও ৫০ মেট্রিক টন ইলিশ পৌঁছায় কলকাতায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে এসব ইলিশ নিলামে ওঠে। খুচরা বাজারে কেজিপ্রতি দাম ধরা হয়েছে ১৬ থেকে ১৭শ টাকা।

তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, দূর্গা পূজার আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে, এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতেই বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি মাছভর্তি ট্রাক কলকাতায় যায়। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ধাপে ধাপে মোট ১২শ মেট্রিক টন ইলিশ ভারতে যাবে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোতেও ইলিশ পৌঁছানোর খবর ফলাও করে প্রচার করা হচ্ছে।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী, শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি তালিকাভুক্ত। তবে বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকে হিন্দুদের দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

এবার ১২শ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া, প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১ হাজার ৫৭ টাকা) রপ্তানি করা যাবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে।