| |
               

মূল পাতা রাজনীতি উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী


উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী


রহমত নিউজ     22 May, 2025     02:00 PM    


অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতিদ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি।

ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন রিজভী।

তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্যে মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছেন।