| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দীর্ঘ দুই মাস পর গাজ্জায় ঢুকছে মানবিক সহায়তা; হামলা থামায়নি ইসরাইল


দীর্ঘ দুই মাস পর গাজ্জায় ঢুকছে মানবিক সহায়তা; হামলা থামায়নি ইসরাইল


মুসলিম বিশ্ব     19 May, 2025     11:18 AM    


আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ফলে দীর্ঘ দুই মাস পর মানবিক সহায়তা ঢুকছে গাজ্জায়।

রোববার (১৮ মে) ইরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। এর আগে দুই মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিকে পূর্ণ অবরোধ আরোপ করে রাখে তেল আবিব। সেসময় কোন ধরনের আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সহায়তা গাজ্জায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইসরাইলি সবাহিনী গাজ্জায় নতুন করে বড় ধরনের স্থল হামলা শুরুর কয়েক ঘণ্টা পর এ ঘোষণা দেওয়া হয়। একই সময়ে হামাস ও নেতানিয়হু সরকারের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছিলো।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, গাজ্জা উপত্যকার বাসিন্দাদের খাদ্য সংকট এড়াতে মৌলিক কিছু খাদ্য প্রবেশের অনুমতি দেবে ইসরাইল।

এতে আরও বলা হয়, মানবিক এই সহায়তা যাতে হামাসের হাতে না যায়, সে বিষয়ে সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা।