| |
               

মূল পাতা আন্তর্জাতিক শত্রুর মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শাহবাজ


শত্রুর মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শাহবাজ


রহমত নিউজ     06 May, 2025     02:52 PM    


ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবিলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদন থেকে জানা যায়, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাক প্রধানমন্ত্রী। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে “দুঃখজনক” বলেও অভিহিত করেন শাহবাজ।

প্রতিবেদনের তথ্যমতে, শাহবাজ শরিফ বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে “পানি-আগ্রাসন” হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য “রেড লাইন”। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনও অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না।

শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন।