| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ৫ মে “জাতীয় শহীদ দিবস” ঘোষণার দাবি খেলাফত আন্দোলনের


৫ মে “জাতীয় শহীদ দিবস” ঘোষণার দাবি খেলাফত আন্দোলনের


রহমত নিউজ     05 May, 2025     07:28 PM    


২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের লাখো তৌহিদি জনতার উপর নির্বিচারে গণহত্যা চালায় পতিত স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার। সেই দিনটিকে “জাতীয় শহীদ দিবস” ঘোষণার দাবি করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সোমবার (৫ মে) শাপলার শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

সভাপতির বক্তব্যে সরকারকে উদ্দেশ্য করে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রজ্ঞাপণ জারি করে শাপলা গণহত্যার সেই ৫ মে’কে “জাতীয় শহীদ দিবস” হিসেবে ঘোষণা করুন এবং হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

তিনি বলেন, ২০১৩ সালে নাস্তিক মুরতাদের বিচারের দাবিতে এদেশের তৌহিদি জনতা রাজপথে নেমেছিল। জালেম হাসিনা সরকার বিচার তো করিনি বরং নির্বিচারে ওলামায়ে কেরামকে হত্যা করেছে লাশ গুণ করেছে, পবিত্র কুরআন শরীফে আগুন দিয়েছে, ওলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এই গণহত্যা ও জুলুমের বিচার আমরা চাই। জালেম ফ্যাসিস্টরা আর কোনদিন যেন এদেশে আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মুহিউদ্দিন বলেন, শাপলা ট্রাজেডি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম গণহত্যা।  শাপলা শহীদ পরিবারের আর্তনাদ আর ওলামায়ে কেরামের অভিশাপে এই জালেম সরকারের পতন হয়েছে। তিনি বলেন আগামী নির্বাচনের আগেই এই শাপলা গণহত্যার বিচার করতে হবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা রয়েছে তা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। আহতদের চিকিৎসা ও নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আবু মুসা আশআরী, মাওলানা মফিজুর রহমান, মাওলানা মাসউদ রহমান মাওলানা তাসলিম হাসান মাওলানা আজহার মাহমুদ প্রমূখ।